Hear Quraan Majeed from TV

Sura: Al-Faatiha


 

(1)
۞ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ [١:١]

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। [১:১]

﴿١﴾

  

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ [١:٢]

যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। [১:২]

﴿٢﴾

  

الرَّحْمَٰنِ الرَّحِيمِ [١:٣]

যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। [১:৩]

﴿٣﴾

  

مَالِكِ يَوْمِ الدِّينِ [١:٤]

যিনি বিচার দিনের মালিক। [১:৪]

﴿٤﴾

  

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ [١:٥]

আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। [১:৫]

﴿٥﴾

  

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ [١:٦]

আমাদেরকে সরল পথ দেখাও, [১:৬]

﴿٦﴾

  

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ [١:٧]

সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। [১:৭]

﴿٧﴾

  

This document is printed with Zekr 0.7.6 (http://zekr.org).

No comments:

Post a Comment

যেসব বিষয় নিয়ে এই সাইটে লিখা আছে।

০১ নং সূরা (1) ১০ নং সূরা (1) ১০০ নং সূরা (1) ১০১ নং সূরা (1) ১০২ নং সূরা (1) ১০৩ নং সূরা (2) ১০৪ নং সূরা (1) ১০৫ নং সূরা (1) ১০৬ নং সূরা (1) ১০৭ নং সূরা (1) ১০৮ নং সূরা (1) ১১ নং সূরা (1) ২৫৫ নং আয়াত (1) ৭ নং সূরা (1) ৭৫ নং সূরা (1) ৮৪ নং সূরা (3) ৮৬ নং সূরা (1) ৮৭ নং সূরা (1) ৮৮নং সূরা (1) ৮৯নং সূরা (1) ৯ নং সূরা (1) ৯০ নং সূরা (1) ৯১ নং সূরা (1) ৯২ নং সূরা (1) ৯৩ নং সূরা (1) ৯৪ নং সূরা (1) ৯৬ নং সূরা (1) ৯৭ নং সূরা (1) ৯৮ নং সূরা (1) ৯৯ নং সূরা (1) A'raaf (1) Anfaal (1) Hud (1) Inshiqaaq (1) Qiyaama (1) Sura # 10 (1) Sura # 11 (1) Sura # 75 (1) Sura # 8 (1) Sura # 9 (1) Tawba (1) Writers Wanted (1) Yunus (1) অডিও (1) আত-তাকভীর (1) আত-তাকাছুর (1) আত-তারিক (1) আত-তীন (1) আদ-দূহা (1) আবাসা (1) আয-যিলযাল (1) আল-আদীয়াত (1) আল-আ‌লা (1) আল-আলাক (1) আল-কাঊছার (1) আল-কারিআহ্ (1) আল-কুরআন মাজীদ (35) আল-গাসিয়া (1) আল-ফজর (1) আল-ফাতিহা (1) আল-ফিল (1) আল-বাইয়েনা (1) আল-বালাদ (1) আল-বুরূজ (1) আল-মাঊন (1) আল-লাঈল (1) আল-হুমাযাহ্ (1) আশ-শামস্ (1) আশ-শারহ (1) ইউনুস (1) ইনফিতার (1) ইনশিকাক (1) কিয়ামাহ (1) কুরাঈশ (1) তাওবা (1) নোটিশ বোর্ড (1) মুতাফ্ফিফিন (1) সালাতের সময় সূচী (3) সূরা আততীন (2) সূরা আল ইখলাস (1) সূরা আল-আসর (2) সূরা আল-ইনশিকাক (1) সূরা আল-ইমরান (1) সূরা আল-ফাতিহা (1) সূরা আল-বাকারা (2) সূরা আল-মায়েদা (1) সূরা আল-হাশর (1) হুদ (1)