Hear Quraan Majeed from TV

সূরা আশ-শামস্


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَالشَّمْسِ وَضُحَاهَا [٩١:١]
শপথ সূর্যের ও তার কিরণের, [৯১:১]
﴿١﴾


وَالْقَمَرِ إِذَا تَلَاهَا [٩١:٢]
শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে, [৯১:২]
﴿٢﴾


وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا [٩١:٣]
শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে, [৯১:৩]
﴿٣﴾


وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا [٩١:٤]
শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে, [৯১:৪]
﴿٤﴾


وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا [٩١:٥]
শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর। [৯১:৫]
﴿٥﴾


وَالْأَرْضِ وَمَا طَحَاهَا [٩١:٦]
শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর, [৯১:৬]
﴿٦﴾


وَنَفْسٍ وَمَا سَوَّاهَا [٩١:٧]
শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর, [৯১:৭]
﴿٧﴾


فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا [٩١:٨]
অতঃপর তাকে তার অসকর্ম ও সকর্মের জ্ঞান দান করেছেন, [৯১:৮]
﴿٨﴾


قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا [٩١:٩]
যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়। [৯১:৯]
﴿٩﴾


وَقَدْ خَابَ مَن دَسَّاهَا [٩١:١٠]
এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়। [৯১:১০]
﴿١٠﴾


كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا [٩١:١١]
সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল। [৯১:১১]
﴿١١﴾


إِذِ انبَعَثَ أَشْقَاهَا [٩١:١٢]
যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তপর হয়ে উঠেছিল। [৯১:১২]
﴿١٢﴾


فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا [٩١:١٣]
অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক। [৯১:১৩]
﴿١٣﴾


فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا [٩١:١٤]
অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন। [৯১:১৪]
﴿١٤﴾


وَلَا يَخَافُ عُقْبَاهَا [٩١:١٥]
আল্লাহ তাআলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না। [৯১:১৫]
﴿١٥﴾


 .   

No comments:

Post a Comment

যেসব বিষয় নিয়ে এই সাইটে লিখা আছে।

০১ নং সূরা (1) ১০ নং সূরা (1) ১০০ নং সূরা (1) ১০১ নং সূরা (1) ১০২ নং সূরা (1) ১০৩ নং সূরা (2) ১০৪ নং সূরা (1) ১০৫ নং সূরা (1) ১০৬ নং সূরা (1) ১০৭ নং সূরা (1) ১০৮ নং সূরা (1) ১১ নং সূরা (1) ২৫৫ নং আয়াত (1) ৭ নং সূরা (1) ৭৫ নং সূরা (1) ৮৪ নং সূরা (3) ৮৬ নং সূরা (1) ৮৭ নং সূরা (1) ৮৮নং সূরা (1) ৮৯নং সূরা (1) ৯ নং সূরা (1) ৯০ নং সূরা (1) ৯১ নং সূরা (1) ৯২ নং সূরা (1) ৯৩ নং সূরা (1) ৯৪ নং সূরা (1) ৯৬ নং সূরা (1) ৯৭ নং সূরা (1) ৯৮ নং সূরা (1) ৯৯ নং সূরা (1) A'raaf (1) Anfaal (1) Hud (1) Inshiqaaq (1) Qiyaama (1) Sura # 10 (1) Sura # 11 (1) Sura # 75 (1) Sura # 8 (1) Sura # 9 (1) Tawba (1) Writers Wanted (1) Yunus (1) অডিও (1) আত-তাকভীর (1) আত-তাকাছুর (1) আত-তারিক (1) আত-তীন (1) আদ-দূহা (1) আবাসা (1) আয-যিলযাল (1) আল-আদীয়াত (1) আল-আ‌লা (1) আল-আলাক (1) আল-কাঊছার (1) আল-কারিআহ্ (1) আল-কুরআন মাজীদ (35) আল-গাসিয়া (1) আল-ফজর (1) আল-ফাতিহা (1) আল-ফিল (1) আল-বাইয়েনা (1) আল-বালাদ (1) আল-বুরূজ (1) আল-মাঊন (1) আল-লাঈল (1) আল-হুমাযাহ্ (1) আশ-শামস্ (1) আশ-শারহ (1) ইউনুস (1) ইনফিতার (1) ইনশিকাক (1) কিয়ামাহ (1) কুরাঈশ (1) তাওবা (1) নোটিশ বোর্ড (1) মুতাফ্ফিফিন (1) সালাতের সময় সূচী (3) সূরা আততীন (2) সূরা আল ইখলাস (1) সূরা আল-আসর (2) সূরা আল-ইনশিকাক (1) সূরা আল-ইমরান (1) সূরা আল-ফাতিহা (1) সূরা আল-বাকারা (2) সূরা আল-মায়েদা (1) সূরা আল-হাশর (1) হুদ (1)