Hear Quraan Majeed from TV

আয়াতুল কুরসি আরবীতে ও বাংলাতে


اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
[٢:٢٥٥]

আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। [২:২৫৫]
 

1 comment:

  1. আয়াতুল কুরসী
    ﺍﻟﻠّﻪُ ﻻَ ﺇِﻟَـﻪَ ﺇِﻻَّ ﻫُﻮَ ﺍﻟْﺤَﻲُّ ﺍﻟْﻘَﻴُّﻮﻡُ ﻻَ ﺗَﺄْﺧُﺬُﻩُ
    ﺳِﻨَﺔٌ ﻭَﻻَ ﻧَﻮْﻡٌ ﻟَّﻪُ ﻣَﺎ ﻓِﻲ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ
    ﻭَﻣَﺎ ﻓِﻲ ﺍﻷَﺭْﺽِ ﻣَﻦ ﺫَﺍ ﺍﻟَّﺬِﻱ ﻳَﺸْﻔَﻊُ ﻋِﻨْﺪَﻩُ
    ﺇِﻻَّ ﺑِﺈِﺫْﻧِﻪِ ﻳَﻌْﻠَﻢُ ﻣَﺎ ﺑَﻴْﻦَ ﺃَﻳْﺪِﻳﻬِﻢْ ﻭَﻣَﺎ ﺧَﻠْﻔَﻬُﻢْ
    ﻭَﻻَ ﻳُﺤِﻴﻄُﻮﻥَ ﺑِﺸَﻲْﺀٍ ﻣِّﻦْ ﻋِﻠْﻤِﻪِ ﺇِﻻَّ ﺑِﻤَﺎ ﺷَﺎﺀ
    ﻭَﺳِﻊَ ﻛُﺮْﺳِﻴُّﻪُ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ ﻭَﺍﻷَﺭْﺽَ ﻭَﻻَ
    ﻳَﺆُﻭﺩُﻩُ ﺣِﻔْﻈُﻬُﻤَﺎ ﻭَﻫُﻮَ ﺍﻟْﻌَﻠِﻲُّ ﺍ
    ﻟْﻌَﻈِﻴﻢُ
    অর্থ: আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই,
    তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ
    করত পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও
    যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন,
    যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া?
    দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই
    তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন
    কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু
    তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও
    যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর
    সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই
    সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।

    ReplyDelete

যেসব বিষয় নিয়ে এই সাইটে লিখা আছে।

০১ নং সূরা (1) ১০ নং সূরা (1) ১০০ নং সূরা (1) ১০১ নং সূরা (1) ১০২ নং সূরা (1) ১০৩ নং সূরা (2) ১০৪ নং সূরা (1) ১০৫ নং সূরা (1) ১০৬ নং সূরা (1) ১০৭ নং সূরা (1) ১০৮ নং সূরা (1) ১১ নং সূরা (1) ২৫৫ নং আয়াত (1) ৭ নং সূরা (1) ৭৫ নং সূরা (1) ৮৪ নং সূরা (3) ৮৬ নং সূরা (1) ৮৭ নং সূরা (1) ৮৮নং সূরা (1) ৮৯নং সূরা (1) ৯ নং সূরা (1) ৯০ নং সূরা (1) ৯১ নং সূরা (1) ৯২ নং সূরা (1) ৯৩ নং সূরা (1) ৯৪ নং সূরা (1) ৯৬ নং সূরা (1) ৯৭ নং সূরা (1) ৯৮ নং সূরা (1) ৯৯ নং সূরা (1) A'raaf (1) Anfaal (1) Hud (1) Inshiqaaq (1) Qiyaama (1) Sura # 10 (1) Sura # 11 (1) Sura # 75 (1) Sura # 8 (1) Sura # 9 (1) Tawba (1) Writers Wanted (1) Yunus (1) অডিও (1) আত-তাকভীর (1) আত-তাকাছুর (1) আত-তারিক (1) আত-তীন (1) আদ-দূহা (1) আবাসা (1) আয-যিলযাল (1) আল-আদীয়াত (1) আল-আ‌লা (1) আল-আলাক (1) আল-কাঊছার (1) আল-কারিআহ্ (1) আল-কুরআন মাজীদ (35) আল-গাসিয়া (1) আল-ফজর (1) আল-ফাতিহা (1) আল-ফিল (1) আল-বাইয়েনা (1) আল-বালাদ (1) আল-বুরূজ (1) আল-মাঊন (1) আল-লাঈল (1) আল-হুমাযাহ্ (1) আশ-শামস্ (1) আশ-শারহ (1) ইউনুস (1) ইনফিতার (1) ইনশিকাক (1) কিয়ামাহ (1) কুরাঈশ (1) তাওবা (1) নোটিশ বোর্ড (1) মুতাফ্ফিফিন (1) সালাতের সময় সূচী (3) সূরা আততীন (2) সূরা আল ইখলাস (1) সূরা আল-আসর (2) সূরা আল-ইনশিকাক (1) সূরা আল-ইমরান (1) সূরা আল-ফাতিহা (1) সূরা আল-বাকারা (2) সূরা আল-মায়েদা (1) সূরা আল-হাশর (1) হুদ (1)