Hear Quraan Majeed from TV

সূরা আত-তীন


بِّسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ [٩٧:١]
আমি একে নাযিল করেছি শবে-কদরে। [৯৭:১]
﴿١﴾


وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ [٩٧:٢]
শবে-কদর সমন্ধে আপনি কি জানেন? [৯৭:২]
﴿٢﴾


لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ [٩٧:٣]
শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। [৯৭:৩]
﴿٣﴾


تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ [٩٧:٤]
এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। [৯৭:৪]
﴿٤﴾


سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ [٩٧:٥]
এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। [৯৭:৫]
﴿٥﴾

.   

No comments:

Post a Comment

যেসব বিষয় নিয়ে এই সাইটে লিখা আছে।

০১ নং সূরা (1) ১০ নং সূরা (1) ১০০ নং সূরা (1) ১০১ নং সূরা (1) ১০২ নং সূরা (1) ১০৩ নং সূরা (2) ১০৪ নং সূরা (1) ১০৫ নং সূরা (1) ১০৬ নং সূরা (1) ১০৭ নং সূরা (1) ১০৮ নং সূরা (1) ১১ নং সূরা (1) ২৫৫ নং আয়াত (1) ৭ নং সূরা (1) ৭৫ নং সূরা (1) ৮৪ নং সূরা (3) ৮৬ নং সূরা (1) ৮৭ নং সূরা (1) ৮৮নং সূরা (1) ৮৯নং সূরা (1) ৯ নং সূরা (1) ৯০ নং সূরা (1) ৯১ নং সূরা (1) ৯২ নং সূরা (1) ৯৩ নং সূরা (1) ৯৪ নং সূরা (1) ৯৬ নং সূরা (1) ৯৭ নং সূরা (1) ৯৮ নং সূরা (1) ৯৯ নং সূরা (1) A'raaf (1) Anfaal (1) Hud (1) Inshiqaaq (1) Qiyaama (1) Sura # 10 (1) Sura # 11 (1) Sura # 75 (1) Sura # 8 (1) Sura # 9 (1) Tawba (1) Writers Wanted (1) Yunus (1) অডিও (1) আত-তাকভীর (1) আত-তাকাছুর (1) আত-তারিক (1) আত-তীন (1) আদ-দূহা (1) আবাসা (1) আয-যিলযাল (1) আল-আদীয়াত (1) আল-আ‌লা (1) আল-আলাক (1) আল-কাঊছার (1) আল-কারিআহ্ (1) আল-কুরআন মাজীদ (35) আল-গাসিয়া (1) আল-ফজর (1) আল-ফাতিহা (1) আল-ফিল (1) আল-বাইয়েনা (1) আল-বালাদ (1) আল-বুরূজ (1) আল-মাঊন (1) আল-লাঈল (1) আল-হুমাযাহ্ (1) আশ-শামস্ (1) আশ-শারহ (1) ইউনুস (1) ইনফিতার (1) ইনশিকাক (1) কিয়ামাহ (1) কুরাঈশ (1) তাওবা (1) নোটিশ বোর্ড (1) মুতাফ্ফিফিন (1) সালাতের সময় সূচী (3) সূরা আততীন (2) সূরা আল ইখলাস (1) সূরা আল-আসর (2) সূরা আল-ইনশিকাক (1) সূরা আল-ইমরান (1) সূরা আল-ফাতিহা (1) সূরা আল-বাকারা (2) সূরা আল-মায়েদা (1) সূরা আল-হাশর (1) হুদ (1)