Hear Quraan Majeed from TV

সূরা আল-আলাক


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ [٩٦:١]
পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন [৯৬:১]
﴿١﴾


خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ [٩٦:٢]
সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। [৯৬:২]
﴿٢﴾


اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ [٩٦:٣]
পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু, [৯৬:৩]
﴿٣﴾


الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ [٩٦:٤]
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, [৯৬:৪]
﴿٤﴾


عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ [٩٦:٥]
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। [৯৬:৫]
﴿٥﴾


كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰ [٩٦:٦]
সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে, [৯৬:৬]
﴿٦﴾


أَن رَّآهُ اسْتَغْنَىٰ [٩٦:٧]
এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে। [৯৬:৭]
﴿٧﴾


إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ [٩٦:٨]
নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে। [৯৬:৮]
﴿٨﴾


أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ [٩٦:٩]
আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে [৯৬:৯]
﴿٩﴾


عَبْدًا إِذَا صَلَّىٰ [٩٦:١٠]
এক বান্দাকে যখন সে নামায পড়ে? [৯৬:১০]
﴿١٠﴾


أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَىٰ [٩٦:١١]
আপনি কি দেখেছেন যদি সে সপথে থাকে। [৯৬:১১]
﴿١١﴾


أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ [٩٦:١٢]
অথবা খোদাভীতি শিক্ষা দেয়। [৯৬:১২]
﴿١٢﴾


أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ [٩٦:١٣]
আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। [৯৬:১৩]
﴿١٣﴾


أَلَمْ يَعْلَم بِأَنَّ اللَّهَ يَرَىٰ [٩٦:١٤]
সে কি জানে না যে, আল্লাহ দেখেন? [৯৬:১৪]
﴿١٤﴾


كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ [٩٦:١٥]
কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই- [৯৬:১৫]
﴿١٥﴾


نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ [٩٦:١٦]
মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ। [৯৬:১৬]
﴿١٦﴾


فَلْيَدْعُ نَادِيَهُ [٩٦:١٧]
অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক। [৯৬:১৭]
﴿١٧﴾


سَنَدْعُ الزَّبَانِيَةَ [٩٦:١٨]
আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে [৯৬:১৮]
﴿١٨﴾


كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب [٩٦:١٩]
কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন। [৯৬:১৯]
[[۩]] ﴿١٩﴾

 .   

No comments:

Post a Comment

যেসব বিষয় নিয়ে এই সাইটে লিখা আছে।

০১ নং সূরা (1) ১০ নং সূরা (1) ১০০ নং সূরা (1) ১০১ নং সূরা (1) ১০২ নং সূরা (1) ১০৩ নং সূরা (2) ১০৪ নং সূরা (1) ১০৫ নং সূরা (1) ১০৬ নং সূরা (1) ১০৭ নং সূরা (1) ১০৮ নং সূরা (1) ১১ নং সূরা (1) ২৫৫ নং আয়াত (1) ৭ নং সূরা (1) ৭৫ নং সূরা (1) ৮৪ নং সূরা (3) ৮৬ নং সূরা (1) ৮৭ নং সূরা (1) ৮৮নং সূরা (1) ৮৯নং সূরা (1) ৯ নং সূরা (1) ৯০ নং সূরা (1) ৯১ নং সূরা (1) ৯২ নং সূরা (1) ৯৩ নং সূরা (1) ৯৪ নং সূরা (1) ৯৬ নং সূরা (1) ৯৭ নং সূরা (1) ৯৮ নং সূরা (1) ৯৯ নং সূরা (1) A'raaf (1) Anfaal (1) Hud (1) Inshiqaaq (1) Qiyaama (1) Sura # 10 (1) Sura # 11 (1) Sura # 75 (1) Sura # 8 (1) Sura # 9 (1) Tawba (1) Writers Wanted (1) Yunus (1) অডিও (1) আত-তাকভীর (1) আত-তাকাছুর (1) আত-তারিক (1) আত-তীন (1) আদ-দূহা (1) আবাসা (1) আয-যিলযাল (1) আল-আদীয়াত (1) আল-আ‌লা (1) আল-আলাক (1) আল-কাঊছার (1) আল-কারিআহ্ (1) আল-কুরআন মাজীদ (35) আল-গাসিয়া (1) আল-ফজর (1) আল-ফাতিহা (1) আল-ফিল (1) আল-বাইয়েনা (1) আল-বালাদ (1) আল-বুরূজ (1) আল-মাঊন (1) আল-লাঈল (1) আল-হুমাযাহ্ (1) আশ-শামস্ (1) আশ-শারহ (1) ইউনুস (1) ইনফিতার (1) ইনশিকাক (1) কিয়ামাহ (1) কুরাঈশ (1) তাওবা (1) নোটিশ বোর্ড (1) মুতাফ্ফিফিন (1) সালাতের সময় সূচী (3) সূরা আততীন (2) সূরা আল ইখলাস (1) সূরা আল-আসর (2) সূরা আল-ইনশিকাক (1) সূরা আল-ইমরান (1) সূরা আল-ফাতিহা (1) সূরা আল-বাকারা (2) সূরা আল-মায়েদা (1) সূরা আল-হাশর (1) হুদ (1)