Hear Quraan Majeed from TV

সূরা আল-হাশরের শেষ তিন আয়াত ও তার বাংলা অনুবাদ

هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۖ هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ ﴿٢٢ ﴾
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ ﴿٢٣ ﴾
هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ ۖ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ﴿٢٤ ﴾


তিনিই আল্লাহ তা’আলা, তিনি ব্যতীত কোন উপাস্য নেই; তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু, অসীম দাতা। (২২)
তিনিই আল্লাহ তিনি ব্যতিত কোন উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্ন্যশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা’ আলা তা থেকে পবিত্র। (২৩)
তিনিই আল্লাহ তা’আলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নাম সমূহ তাঁরই। নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়। (২৪)

1 comment:

যেসব বিষয় নিয়ে এই সাইটে লিখা আছে।

০১ নং সূরা (1) ১০ নং সূরা (1) ১০০ নং সূরা (1) ১০১ নং সূরা (1) ১০২ নং সূরা (1) ১০৩ নং সূরা (2) ১০৪ নং সূরা (1) ১০৫ নং সূরা (1) ১০৬ নং সূরা (1) ১০৭ নং সূরা (1) ১০৮ নং সূরা (1) ১১ নং সূরা (1) ২৫৫ নং আয়াত (1) ৭ নং সূরা (1) ৭৫ নং সূরা (1) ৮৪ নং সূরা (3) ৮৬ নং সূরা (1) ৮৭ নং সূরা (1) ৮৮নং সূরা (1) ৮৯নং সূরা (1) ৯ নং সূরা (1) ৯০ নং সূরা (1) ৯১ নং সূরা (1) ৯২ নং সূরা (1) ৯৩ নং সূরা (1) ৯৪ নং সূরা (1) ৯৬ নং সূরা (1) ৯৭ নং সূরা (1) ৯৮ নং সূরা (1) ৯৯ নং সূরা (1) A'raaf (1) Anfaal (1) Hud (1) Inshiqaaq (1) Qiyaama (1) Sura # 10 (1) Sura # 11 (1) Sura # 75 (1) Sura # 8 (1) Sura # 9 (1) Tawba (1) Writers Wanted (1) Yunus (1) অডিও (1) আত-তাকভীর (1) আত-তাকাছুর (1) আত-তারিক (1) আত-তীন (1) আদ-দূহা (1) আবাসা (1) আয-যিলযাল (1) আল-আদীয়াত (1) আল-আ‌লা (1) আল-আলাক (1) আল-কাঊছার (1) আল-কারিআহ্ (1) আল-কুরআন মাজীদ (35) আল-গাসিয়া (1) আল-ফজর (1) আল-ফাতিহা (1) আল-ফিল (1) আল-বাইয়েনা (1) আল-বালাদ (1) আল-বুরূজ (1) আল-মাঊন (1) আল-লাঈল (1) আল-হুমাযাহ্ (1) আশ-শামস্ (1) আশ-শারহ (1) ইউনুস (1) ইনফিতার (1) ইনশিকাক (1) কিয়ামাহ (1) কুরাঈশ (1) তাওবা (1) নোটিশ বোর্ড (1) মুতাফ্ফিফিন (1) সালাতের সময় সূচী (3) সূরা আততীন (2) সূরা আল ইখলাস (1) সূরা আল-আসর (2) সূরা আল-ইনশিকাক (1) সূরা আল-ইমরান (1) সূরা আল-ফাতিহা (1) সূরা আল-বাকারা (2) সূরা আল-মায়েদা (1) সূরা আল-হাশর (1) হুদ (1)